Søk
  • Søk
  • Mine Storyboards

Unknown Story

Lag et Storyboard
Kopier dette storyboardet
Unknown Story
Storyboard That

Lag ditt eget Storyboard

Prøv det gratis!

Lag ditt eget Storyboard

Prøv det gratis!

Storyboard Tekst

  • কাকাবাবুর প্রত্যাবর্তনএ আদিবাসীদের জীবন নিয়ে কিছুটা দেখিয়েছেন. সেখানে মাসাইমারা আদিবাসীদের কথা।
  • শুনেছি ওদের জীবনযাত্রা খুব সহজ নয়।
  • আসলে, আদিবাসীরা নীরিহ মানুষ হয়. ওদের লড়াই হয় বেঁচে থাকার।
  • জানিস আমার ভীষণ ইচ্ছে করে, আদিবাসীদের নিজের চোখে দেখতে. তারা কি ভাবে তাদের জীবনযপন করে।
  • সত্যি! প্রতিনিয়ত প্রকৃতির সাথে লডাই করে, সভ্য সমাজের শুযোগ সুবিধা ছাড়াই ওরা জীবন কাটায়।
  • হ্যাঁ ঠিকই বলেছিস, ভাবতে অবাক লাগে সমস্ত আধুনিক সুবিধা ছাড়া ওরা কি ভাবে দিন কাটায়।
  • ইতিহাসের পাতায় পড়া প্রাগৌতিহাসিক যুগের মানুষদের প্রতিনিধি হয়েই যেন তারা অজও বেঁচে আছে।
  • আর এটা সিনেমা আছে, প্রফেসর শঙ্কু, ওখানেও আদিবাসীরা জীবন বিষয়ে জানা যায়, ওদের সমাজেও আনন্দ, বিনোদন এসব আছে. প্রকৃতিক শক্তির পূজাও সেই উতসব আনন্দের আরেকটা দিক
  • সব শেষে এটা বলা যায়, আদিবাসীদের জীবন যাত্রা ও প্রকৃতিকে ভালো রাখার ধরণ অনেকটাই আলাদা. আমাদের উচিত ওদের লড়াইতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া
  • Thank you, have a nice day ahead 😊...
  • Image Attributions: (https://pixabay.com/en/woman-ethic-african-people-collage-1595368/) - ArtsyBee - License: Free for Commercial Use / No Attribution Required (https://creativecommons.org/publicdomain/zero/1.0)

Bilde~~POS=TRUNC Tilskrivelser

Over 30 millioner storyboards opprettet