Meklēt
  • Meklēt
  • Mani Scenāriji

Bengali Cluster Project Group D

Izveidojiet Storyboard
Kopējiet šo stāstu tabulu
Bengali Cluster Project Group D
Storyboard That

Izveidojiet savu Storyboard

Izmēģiniet to bez maksas!

Izveidojiet savu Storyboard

Izmēģiniet to bez maksas!

Montāžas Teksta

  • মানুষের সঙ্গে অরন্যের এক সুগভীর যোগ আছে। আমরা খাদ্য, পোশাক,বাসস্থান, শ্বাস-প্রশ্বাস, জ্বালানি, মাটির ক্ষয়রোধ, অক্সিজেনের জোগান,রৌদ্রের মধ্যে ছায়াপ্রদান, ঘূর্ণিঝড় রোধ ইত্যাদি বহু বিষয়ে সবুজউদ্ভিদের কাছে ঋণী।ঘন জনবসতিপূর্ণ কল কারখানা পরিবেষ্টিত শহরে মানুষ বিশুদ্ধ বাতাসগ্রহনের ও অবকাশ পায় না।
  • সাফিন ইসলাম
  • মানবদেহ এবং অন্যান্য প্রাণীদেহের রোগ বালাই প্রতিরোধ বা প্রতিকার করার ক্ষেত্রে প্রাচীনকাল থেকে আজকের বিশ্বে চিকিৎসা বিজ্ঞানে উঠে আসে কিছু গাছের নাম। তুলসী এরকমি একটি গাছের নামসর্দি, কাশি, ঠাণ্ডা এসবের ক্ষেত্রেঔষধি গুণাগুন পাওয়ার জন্য সাধারণত এ গাছের পাতা, রস ও বীজ ব্যবহৃত হয়। এছাড়াও হেপাটাইসিস, পাকস্থলীর কান্সার, দাঁতের ক্ষয়, দাঁতে ব্যথা, কানের সংক্রমণ ও ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বাত, হাঁপানি ইত্যাদি প্রতিরোধে তুলসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ্কনিনীকা মান্না
  • ও গাছ আমাদেরউপকারী বন্ধু। পরিবেশকে সুন্দর করেতোলে। প্রকৃতিকে দূষণমুক্ত রাখে। সে নিজেরপ্রয়োজন মেটাতে যথেচ্ছভাবে গাছ কেটে ফেলছে। ফলে প্রাকৃতিক পরিবেশ ক্রমেই দূষিতহচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে নানারোগ, অরণ্যপ্রাণীরা হারাচ্ছেতাদের বাসস্থান। প্রয়োজনে একটা গাছ কাটলে সেখানে নতুন করে দশটা গাছ লাগাতে হবে।নিয়ম করে ফাঁকা জায়গায় বনসৃজনের ব্যবস্থা করতে হবে। নতুবা গাছের অভাবে একদিনদেশ মরুভূমির রূপ নেবে। জল দূষিত হবে, প্রাকৃতিক পরিবেশ বিষাক্ত হয়ে পড়বে,বন্যপ্রাণীর সংখ্যা কমে যাবে—এককথায় পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে পড়বে। সেজন্য আমাদের মনে রাখতে হবে—‘একটি গাছ একটি প্রাণ।'
  • সুস্মিতা মন্ডল
Izveidoti vairāk nekā 30 miljoni stāstu shēmu