खोज
  • खोज
  • माय स्टोरीबोर्ड्स

bengali summer holiday homework

इस स्टोरीबोर्ड को कॉपी करें
bengali summer holiday homework
Storyboard That

अपना स्टोरीबोर्ड बनाएं

इसे मुफ़्त में आज़माएं!

अपना स्टोरीबोर्ड बनाएं

इसे मुफ़्त में आज़माएं!

स्टोरीबोर्ड पाठ

  • আমাদের জীবন
  • মোমোটা কিন্তু দারুন খেতে ! আমাদের শহরের মোমোও খুব ভালো হয় ,কিন্তু পাহাড়ি মোমোর সত্যিই আলাদা স্বাদ I
  • ধন্যবাদ| আমরা মোমো বানাতে ভালোবাসি | তাই কেউ যখন আমাদের প্রশংসা করে আমাদের খুব ভালো লাগে |
  • আচ্ছা, মোমো বিক্রিটা তোমাদের একটা প্রধান জীবিকার মধ্যেই পড়ে, তাই না?
  • পাহাড়ি অঞ্চলের জীবনযাত্রা সত্যিই খুব কঠিনIভীষণ পরিশ্রমী হও তোমরা|তবে শহরের মেয়েরাও কিন্তু ঘরে বসে থাকে না| আমাদের বাইরের কাজ এবং ঘরের কাজ সমান ভাবে করতে হয়|
  • হ্যাঁ আমাদের তো শহরের মত কাজ নেই, তাই আমাদেরকে মোমো বানানো, চা পাতা তোলা, এইসব করেই জীবনে চালাতে হয়| অনেক পরিশ্রম করতে হয় আমাদের|
  • এটা ঠিকই বলেছ| তাছাড়া সত্যি তোমাদের যানবাহনের সংখ্যা খুব কম| সেই তুলনায় আমাদের জীবন অনেক সহজI সবই আমাদের হাতের কাছেI কিন্তু জানো এই সব সুযোগ-সুবিধা পেতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে| গাছ কেটে ফেলা হচ্ছে|রাস্তায় এত গাড়ি দূষণের কালো ধোঁয়ায় শহর ভরে যাচ্ছে|
  • হ্যাঁ সেটা ঠিক কিন্তু আমাদের থেকে তোমাদের সুযোগ সুবিধা অনেক বেশি| স্কুল কলেজ হাসপাতাল সবকিছুই তোমরা খুব সহজে পেয়ে যাও| আমাদের এই সব সুবিধা পেতে গেলে অনেক কষ্ট করতে হয় কারণ সবকিছুই সংখ্যায় খুব কম|
  • সত্যিই! তোমাদের চারপাশে শুধু সবুজ আর সবুজ! এটা শহরের মানুষদের একটা বড় অপ্রাপ্তি| আমরাও চাই সবুজে ভরা একটা সুন্দর মনোরম পরিবেশ |
  • পরিবেশের জন্য সত্যিই এটা খুব ক্ষতিকরI এই দিক থেকে আমরা অনেক ভালো আছি| আমাদের চারপাশ সুন্দর চা বাগান এবং বড় বড় গাছে ভর্তিI এখানে বাতাস খুব মিষ্টি এবং ঠান্ডা|
  • তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো I আমরা কালকেই শহরে ফিরে যাচ্ছিI আবার এলে তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা করবI তুমিও এসো আমার শহরে বেড়াতেI ভালো থেকো| টাটা I
  • তোমরা যদি সবাই মিলে তোমাদের পরিবেশটা সুন্দর করার চেষ্টা করো, তাহলে তোমরাও নিশ্চয়ই একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবে| আমার খুব ইচ্ছে একবার শহরে ঘুরতে যাওয়ারI কখনো সুযোগ পেলে নিশ্চয় যাব|
30 मिलियन से अधिक स्टोरीबोर्ड बनाए गए
कोई डाउनलोड नहीं, कोई क्रेडिट कार्ड नहीं, और कोशिश करने के लिए किसी लॉगिन की आवश्यकता नहीं है!
Storyboard That फैमिली