Búsqueda
  • Búsqueda
  • Mis Guiones Gráficos

Unknown Story

Crear un Guión Gráfico
Copie este guión gráfico
Unknown Story
Storyboard That

Crea tu propio guión gráfico

¡Pruébalo gratis!

Crea tu propio guión gráfico

¡Pruébalo gratis!

Texto del Guión Gráfico

  • কাকাবাবুর প্রত্যাবর্তনএ আদিবাসীদের জীবন নিয়ে কিছুটা দেখিয়েছেন. সেখানে মাসাইমারা আদিবাসীদের কথা।
  • শুনেছি ওদের জীবনযাত্রা খুব সহজ নয়।
  • আসলে, আদিবাসীরা নীরিহ মানুষ হয়. ওদের লড়াই হয় বেঁচে থাকার।
  • জানিস আমার ভীষণ ইচ্ছে করে, আদিবাসীদের নিজের চোখে দেখতে. তারা কি ভাবে তাদের জীবনযপন করে।
  • সত্যি! প্রতিনিয়ত প্রকৃতির সাথে লডাই করে, সভ্য সমাজের শুযোগ সুবিধা ছাড়াই ওরা জীবন কাটায়।
  • হ্যাঁ ঠিকই বলেছিস, ভাবতে অবাক লাগে সমস্ত আধুনিক সুবিধা ছাড়া ওরা কি ভাবে দিন কাটায়।
  • ইতিহাসের পাতায় পড়া প্রাগৌতিহাসিক যুগের মানুষদের প্রতিনিধি হয়েই যেন তারা অজও বেঁচে আছে।
  • আর এটা সিনেমা আছে, প্রফেসর শঙ্কু, ওখানেও আদিবাসীরা জীবন বিষয়ে জানা যায়, ওদের সমাজেও আনন্দ, বিনোদন এসব আছে. প্রকৃতিক শক্তির পূজাও সেই উতসব আনন্দের আরেকটা দিক
  • সব শেষে এটা বলা যায়, আদিবাসীদের জীবন যাত্রা ও প্রকৃতিকে ভালো রাখার ধরণ অনেকটাই আলাদা. আমাদের উচিত ওদের লড়াইতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া
  • Thank you, have a nice day ahead 😊...
  • Image Attributions: (https://pixabay.com/en/woman-ethic-african-people-collage-1595368/) - ArtsyBee - License: Free for Commercial Use / No Attribution Required (https://creativecommons.org/publicdomain/zero/1.0)

Atribuciones de la Imagen

Más de 30 millones de guiones gráficos creados