Suche
  • Suche
  • Meine Storyboards

Unknown Story

Erstellen Sie ein Storyboard
Kopieren Sie dieses Storyboard
Unknown Story
Storyboard That

Erstellen Sie Ihr eigenes Storyboard

Probieren Sie es kostenlos aus!

Erstellen Sie Ihr eigenes Storyboard

Probieren Sie es kostenlos aus!

Storyboard-Text

  • অরে তুই জানিস আমাজন কে পৃথীবীর ফুসফুস বলা হয় । 
  • হ্যা সেটা তো ঠিক। ওখানে প্রচুর গাছপালা এবং প্রকিছু প্রাণী বিষাক্ত হয় যাদের এক কামড়ে মানুষ মারা আমাজনের জঙ্গলে এমন অনেক প্রাণী আছে যাদের খোঁজ এখনও বিজ্ঞানীরা পেরে ওঠেন। চুর প্রজাতির জীব দেখতে পাওয়া যা।
  • ওমা ওদের কি কষ্ট ।
  • আমি এটাও জানতে পারলাম যে প্রাকৃতিক দুর্যোগে পাখির বাসা নষ্ট হয় । গাছ ভেঙ্গে যাওয়ায় পাখিরাও আহত হয় এবং জীবনযাপনে অসুবিধা হয় তারা খাওয়ানোর জন্যও সমস্যার সম্মুখীন হয়। প্রাকৃতিক দুর্যোগে পশু-পাখি, মানুষ সবাই খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়‌ এবং তাদের ঘর ভাঙ্গার কারণে তাদের খুব কষ্ট হয় পানীয় জল খুঁজতেও তাদের সমস্যা হয়।
  • সেটা তো একদম ঠিক বলেছি। ওরা কত ভালো আর কিছু শহরের লোকেরা আছে যারা জীবজন্তুর প্রতি খুবই নিষ্ঠু।
  • হ্যা অবশ্য। ওদের আত্মরক্ষা করতে হয় হিংস্র জন্তু বা পোকামাকড় হাত থেকে আর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেক বাঁচার জন্য । নিজেদের আর ঝড় থেকে আত্মরক্ষা করতে হয় বা বৃষ্টি বা অতিরিক্ত সূর্যের আলো না পাওয়ায় তাদের প্রচন্ড কষ্ট হয় পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে তাদের সহ্য শক্তি ক্ষমতা আছে তাও তাদের নিজেদের আত্মরক্ষা করতে হয়|
Über 30 Millionen erstellte Storyboards